ফের অন্তঃসত্ত্বা কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক

আবারও মা হচ্ছেন টলিউড কুইন কোয়েল মল্লিক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজেই এই সুখবর শেয়ার করেছেন সবার সঙ্গে। ছেলে কবীর ও স্বামী নিসপালের সঙ্গে একটি ছবি শেয়ার করে এই সংবাদ জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে ছেলে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লিখেছেন, ‘কবীর এবার দাদা হতে চলেছে।

আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। আপনাদের ভালোবাসা আর প্রার্থনা প্রয়োজন।’

কোয়েলের পোস্ট শেয়ার হতে মুহূর্তেই আনন্দের বন্যা মন্তব্যের ঘরে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন এই দম্পতিকে।

চলতি বছরেই কোয়েলের পরিবারে নতুন অতিথি আসবে বলে জানা গেছে। এদিকে মেয়ের এমন সুসংবাদে অভিনেতা রঞ্জিত মল্লিক গণমাধ্যমকে বলেছেন, ‘খুব ভালো খবর। আমি আবার দাদু হচ্ছি।’

সাত বছর চুটিয়ে প্রেম করার পর  ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।

ব্যক্তিগত জীবনকে বরাবরই ব্য়ক্তিগত রাখতে পছন্দ করেন তিনি। প্রেম পর্ব থেকে বিয়ে- সবটাই যেন লাইমলাইটের জগৎ থেকে দূরে রেখেছিলেন তারা। দুজনের দাম্পত্য জীবনে একটি পুত্রসন্তান রয়েছে। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই দম্পতি।

LEAVE A REPLY