একক অ্যালবাম নিয়ে আসছেন রোজ

রোজেন পার্ক

কোরিয়ান পপ ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’-এর সদস্য হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন রোজেন পার্ক তথা রোজ। ব্যান্ডটিতে তিনি কণ্ঠ দেওয়ার পাশাপাশি প্রধান নৃত্যশিল্পী হিসেবেও কাজ করেন। এবার নিজেই একক অ্যালবামের ঘোষণা দিলেন গায়িকা।

মঙ্গলবার ইনস্টাগ্রামের পোস্টে রোজ জানান, তাঁর প্রথম অ্যালবামটির নাম ‘রোজি’, প্রকাশিত হবে ৬ ডিসেম্বর।

উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বিশ্বাসই হচ্ছে না, নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। বন্ধু, পরিবার ও সতীর্থদের সহযোগিতায় আমি আজকের জায়গায় আসতে পেরেছি। আমি আমার সর্বোচ্চটা ঢেলে দিয়েছি। কাছের মানুষরা আমায় রোজি নামে ডাকে।

এ অ্যালবামের মাধ্যমে তোমরাও আমার আরো ঘনিষ্ঠ হয়ে যাবে।’ 

‘রোজি’ অ্যালবামে ১২টি গান থাকবে। এটি প্রকাশিত হবে আটলান্টিক রেকর্ডসের ব্যানারে।

LEAVE A REPLY