দলের হারে অজুহাত খুঁজছেন না আনচেলত্তি

সময়টা ভালো কাটছিল রিয়াল মাদ্রিদের। সব মিলিয়ে সর্বশেষ টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকাটা রিয়ালের সুসময়কেই বোঝায়। তবে গতকাল সেই ধারা অব্যাহত রাখতে পারেনি চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতকাল রাতে ১-০ ব্যবধানে লিলের কাছে হেরে গেছে রিয়াল।

হারটা দুর্দান্ত ছন্দে থাকা লস ব্ল্যাংকোসদের জন্য বড় চমকের। তবে দলের হারে কোনো অজুহাত খুঁজছেন না কার্লো আনচেলত্তি। রিয়াল কোচ জানিয়েছেন, হারটা তাদের প্রাপ্য ছিল।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমি খুবই সৎ।

আজকের ম্যাচ নিয়ে আমাদের সমালোচনা ন্যায্য এবং সঠিক। এটা মানতে হবে। আমরা এই ম্যাচে ভালো খেলতে পারিনি।’

ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেয়ে লিলকে জয়সূচক গোল এনে দেন ফরোয়ার্ড জোনাথন ডেভিড।

ম্যাচে পিছিয়ে পড়েও অনেক প্রত্যাবর্তনের গল্প লিখলেও গতকাল পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল। হার নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘সম্প্রতি এমনটা (হার) আমাদের সঙ্গে ঘটেনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং জয়টা তাদের প্রাপ্য। শেষ দিকে আমাদের সুযোগ ছিল। কিন্তু আমরা তা (ড্র) করতে পারিনি।আমাদের এখান থেকে শিখতে হবে।’

এর পরেই কোনো অজুহাত না খোঁজার কথা জানান আনচেলত্তি। ইতালিয়ান কোচ বলেছেন, ‘রাতটা আমাদের ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। আমাদের উন্নতি করতে হবে। এটাই সত্যি।’

LEAVE A REPLY