সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন তাবিথ

তাবিথ আউয়াল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচনের ঘোষণা আগেই দিয়েছিলেন তাবিথ আউয়াল। আজ নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদের মনোনয়ন ফরমও কিনেছেন তিনি। আজ বাফুফে ভবন থেকে তার হয়ে ফরম নিয়েছেন প্রতিনিধি।

গতকাল প্রথম দিনে সভাপতির ফরম কেউ না নিলেও দ্বিতীয় দিনে নিয়েছেন তাবিথ।

তার প্রতিদ্বন্দ্বী হতে আজ আরেকজন ফরম নিয়েছেন। চমক হিসেবে দিনাজপুরের সংগঠক মিজানুর রহমান নিয়েছেন। এমনটা অবশ্য নতুন নয়। এর আগে ২০১৬ সালে চমক হিসেবে টঙ্গী ক্রীড়া চক্রের নুরুল ইসলাম নুরুও মনোনয়ন নিয়েছিলেন।

সভাপতি পদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন রুহুল আমিন তালুকদারও। তবে এখন পর্যন্ত তিনি মনোনয়ন নেননি। আগামী ১২ অক্টোবর পর্যন্ত সময় আছে। দ্বিতীয় দিনে দুই সভাপতির ফরম বাদে সব মিলিয়ে ২৫টি ফরম বিক্রি করেছে বাফুফে।

আগামী ১৪ ও ১৫ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করতে হবে। নির্বাচন হবে আগামী ২৬ অক্টোবর।

LEAVE A REPLY