চলে গেলেন নাট্যজন জামাল উদ্দিন

চলে গেলেন দেশবরেণ্য অভিনেতা, নাট্য নির্দেশক, নাট্য সংগঠক, প্রকৌশলী জামাল উদ্দিন হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক চয়নিকা চৌধুরী। 

তবে পারিবারিক সূত্রে জানা যায়, নাট্যজন, নির্দেশক ও অভিনেতা জামাল উদ্দিন হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে কয়েক দিন আগে কানাডার ক্যালগেরির রকিভিউ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ছেলের কাছে বেড়াতে যান জামাল হোসেন। সেখানে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আজ স্থানীয় সময় বিকেল ৬টায় রকিভিউ হাসপাতাল, ক্যালগেরি, কানাডায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন!

আগামীকাল জোহরের নামাজের পর ক্যালগেরির আকরাম জুন্মা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে রকি মাউন্টেন সংলগ্ন ককরেন শহরের মুসলিম কবরস্থানে দাফন করা হবে!

উল্লেখ্য, সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চনাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন।

গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

LEAVE A REPLY