ভারত সফরে ২ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারের পর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২টি হেরেছে বাংলাদেশ। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে নানা ধরনের যুক্তি দিয়েছেন ক্রিকেটাররা। এবার শোনা গেল দুই দলের শারীরিক শক্তির ব্যবধানের কথা।
আজ হায়দরাবাদে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ নিক পোথাসের সংবাদ সম্মেলনে সিরিজজুড়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি বারবার এসেছে।
উত্তরে ভারত থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। ‘ভারতে অনেক দলই এসে বাজে সফর কাটিয়ে যায়। আমাদের যেদিকে নজর দিতে হবে তা হচ্ছে শিখতে পারছি কি না, সামনের দিকে তাকাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে সামনে, টি-টোয়েন্টি আছে। কিংবদন্তি আছে কয়েকজন যারা তাদের বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছেন।
আমরা সব সময়ই জিততে চাই, দুনিয়ার যেকোনো খেলাতেই এটি সবাই করে থাকে। তবে আমাদের বাস্তবিকভাবেও চিন্তা করতে হবে। আমরা কিছুটা ভাগ্যবানও যে ভারত সফরে আসতে পেরেছি। কারণ এখানে অনেক কিছু শেখা হয়েছে আমাদের।
শিক্ষাটা সৎভাবে হতে হবে। ভারত আপনাকে জানিয়ে দেবে আপনার কোথায় উন্নতি করতে হবে। ফলে সব সময় আপনাকে চোখ কান খোলা রাখতে হবে।’
বাংলাদেশ বড় স্কোর করতে পারছে না। ভারতের মতো ছক্কা হাঁকাতে পারছে না।
বাংলাদেশের ছক্কা মারার সামর্থ্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে পোথাস দুই দলের খেলোয়াড়দের ওজনের পার্থক্য তুলে ধরেন, ‘একজন যদি ৯৫-১০০ কেজি হয় আরেকজন যদি ৬৫ কেজি হয় তাহলে একজন তো বেশি দূরেই বল পাঠাবে। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে সব আছে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এসব নিয়ে।’
পরে অবশ্য নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন ফিল্ডিং কোচ, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। অবশ্যই ১৭০-১৮০ রান করতে পারতাম। তারা ২২০ করুক বা যা-ই করুক, সেটা বোলিংয়ের ব্যাপার। সেটা আমি মেনে নিচ্ছি। আমাদের আরো বেশি রান করা দরকার ছিল। দারুণ উইকেট ছিল। ভারতও অনেক ভালো বল করেছে। আমরাও ম্যাচের অনেক সময়ে অনেক সুযোগ নিতে পারিনি।’
দুটি টি-টোয়েন্টি বাংলাদেশ ১৪০ রানও পার করতে পারেনি। ব্যাটারদের ব্যর্থতা নিয়ে পোথাস বলেছেন, ‘আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি ব্যাটিংয়ে। অবশ্যই ১৭০-১৮০ রান করতে চাইতাম আমরা। তারা ২২০ করুক বা যা-ই করুক সেটা বোলিংয়ের ব্যাপার। তবে হ্যাঁ, সেটা আমি মেনে নিচ্ছি। আমাদের আরো বেশি রান করা দরকার ছিল। দারুণ উইকেট ছিল। ভারতও অনেক ভালো বল করেছে। আমরাও অনেক সুযোগ নিতে পারিনি ম্যাচের অনেক সময়।