দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন বাংলাদেশের ক্রিকেট দলের নতুন কোচ ফিল সিমন্স। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন সিমন্স। একই সঙ্গে এসেছে দক্ষিণ আফ্রিকা দলও।
চণ্ডিকা হাথুরাসিংহেকে বরখাস্ত করার পর গতকাল প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সকে নিয়োগ দেওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশ দলের সাথে তার যাত্রা শুরু হবে। এর আগে বৃহস্পতিবার থেকে দলের অনুশীলনে থাকতে পারেন তিনি। আপাতত বিসিবির সাথে তার চুক্তি আগামী বছর অনুষ্টেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত।
৬১ বছর বয়সী ক্যারিবিয়ান এই কোচ এর আগে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের ( ২ মেয়াদে) প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
গত বিশ্বকাপে ছিলেন পাপুয়া নিউগিনির বিশেষজ্ঞ কোচের দায়িত্বে। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বিভিন্ন দলকে কোচিং করিয়েছেন সিমন্স।