চার মাসের মধ্যে দ্বিতীয়বার রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

গত জুলাই মাসে ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ৩ মাসের ব্যবধানে আবার রাশিয়া যাচ্ছেন তিনি। ১৬তম ব্রিকস সামিটের আয়োজক দেশ রাশিয়া। আগামী ২২ থেকে ২৩ অক্টোবর হবে এই সম্মেলন।

 বিকাশমান অর্থনীতির দেশের জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়া যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফর করবেন মোদি। আগামী ২২ থেকে ২৩ অক্টোবর রাশিয়ার কাজান শহরে জোটটির ১৬তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সম্মেলনের ফাঁকে মোদি ও পুতিনের বৈঠক হতে পারে বলে জানা গেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এই কথা জানিয়েছে। বাণিজ্য ও উন্নয়নের পাশাপাশি ইউক্রেন ও পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়েও ব্রিকস জোটভুক্ত দেশগুলোর (ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা) এবারের সম্মেলনে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীন ও রাশিয়ার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জি৭-এর সমকক্ষ একটি আন্তর্জাতিক জোট গঠন করা, যার নেতৃত্ব থাকবে তাদের হাতে। অর্থাৎ পুরনো ব্লক রাজনীতির ধাঁচে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি শক্তিশালী  অক্ষ তৈরি করা।

ব্রিকসভুক্ত বেশির ভাগ দেশই পশ্চিমাবিরোধী জোটশক্তির অংশ বলে মনে করে কূটনৈতিক মহল।

সূত্র : এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY