মেয়ের নাম ট্যাটু করার পর ব্রাজিল ফুটবলার জানলেন, তিনি বাবা নন

রিয়াল মাদ্রিদের যুব দল কাস্তিয়ায় বছর দুয়েক ধারে খেলেছেন ভিনিসিয়ুস তোবিয়াস। তবে মাদ্রিদের মূল দলে স্থায়ীভাবে সুযোগ পাওয়া হয়নি। পরে নাম লেখান ইউক্রেনীয় ক্লাব শাখতার দোনেৎস্কে। তবে ফুটবলীয় কারণে নয়, বরং পারিবারিক কারণে এখন খবরের শিরোনাম হচ্ছেন তিনি।

চলতি মাসে তোবিয়াস এবং তার সাবেক প্রেমিকা ইনগ্রিড লিমা তাদের কন্যা সন্তান জন্মের সুখবর দিয়েছিলেন। বাচ্চা জন্মের খুশিতে হাতে কন্যা মাইতের নাম ট্যাটু করে তোবিয়াস লিখেছিলেন, মাইতে, তোমাকে ভালোবাসি।’ 

কিন্তু এরপরই জানা গেছে, আসলে তোবিয়াস মাইতের বাবা নন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে নিজের অবস্থান জানিয়ে তোবিয়াসের সাবেক স্ত্রী লিমা বলেছেন, ‘একটা জিনিস বিরক্তিকর পর্যায়ে চলে যাওয়ায় আমি বিবৃতি দিতে এসেছে, দুর্ভাগ্যজনকভাবে প্রকাশ্যে একটা ব্যাখ্যা দিতে হচ্ছে। ভিনিসিয়ুস ও আমার মধ্যে বেশ অনেকদিন ধরেই সম্পর্ক নেই। এই সময়ে আমি আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম, ভিনিসিয়ুসও তাই। আমরা দুজনই নিজেদের জীবন নিয়ে অন্য পথে এগিয়ে গেছি।’

মাইতের বাবা প্রসঙ্গে লিমার ভাষ্য, ‘এই সময়ে মাইতের জন্ম হয়েছে। আমরা ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছি এবং জানতে পেরেছি মাইতে ভিনিসিয়ুসের মেয়ে না।’

ডিএনএ টেস্ট নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি ব্রাজিলিয়ান রাইটব্যাক তোবিয়াস।

তথ্যসূত্র: ডেইলি মেইল

LEAVE A REPLY