সরে গেলেন তরফদার, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সহসভাপতি হচ্ছেন ইমরুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি হচ্ছেন ইমরুল হাসান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। একদম শেষ মুহূর্তে নাম সরিয়ে নিয়েছেন সিনিয়র সহ-সভাপতি পদ নির্বাচন করতে চাওয়া তরফদার রুহুল আমিন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি হচ্ছেন ইমরুল হাসান।

বাফুফের গত মেয়াদে সবচেয়ে সক্রিয় হিসেবে দেখা গেছে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে।

শেষদিকে সিনিয়র সহসভাপতির ভূমিকাতেই ছিলেন তিনি। এবার সেই পদেই পূর্নাঙ্গ দায়িত্ব পালন করতে হবে তাকে।

সবার আগে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রুহুল আমিন ফরম তুলেন সিনিয়র সহসভাপতির। ইমরুলের বিপক্ষে লড়াইয়ের ঘোষণাও দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়াতে ইমরুলকে নানাভাবে প্রচ্ছন্ন হুমকিও দেন তরফদার। কিন্তু শেষ পর্যন্ত তিনিই সরে দাঁড়ালেন নির্বাচন থেকে।

LEAVE A REPLY