ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা। ২০০৮ সালে সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে অভিনয়ে তার আত্মপ্রকাশ।
৫১ বছর বয়সি এই অীভনেত্রীর প্রেমে মজেছেন ৩৯ বছর বয়সি অজুর্ন কপুরের সঙ্গে। তাদের প্রেমের সম্পর্ক দীর্ঘ ৬ বছরের।
বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোয় অভিনেত্রী মালাইকাকে অনেক কটু কথা শুনতে হচ্ছে। ক্রমাগত সমালোচনা প্রসঙ্গে মালাইকা বলেছেন, এসব সমালোচনা কোনোভাবেই আমার মনোবল ভাঙতে পারে না, এটা আমি শিখেছি। সমালোচনা আমাদের জীবনের একটা অংশ।
অভিনেত্রী আরও বলেন, অনবরত সমালোচনা, ট্রোলিং আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে। এগুলো এসব সমালোচনা গায়ে নেওয়া যাবে না। সমালোচনায় মন খারাপের কিছু নেই।
স্বামী আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পরই অর্জুনের হাতটাই শক্ত করে ধরেছিলেন মালাইকা আরোরা; কিন্তু এবার সেই সম্পর্কেও ছন্দপতন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দুই জনেই নীরবতা রক্ষা করেছেন।
এবার যেন আর চুপ থাকতে পারলেন না অর্জুন। ঘোষণা করে দিলেন ‘আমি সিঙ্গেল’। একটা সময় এই সম্পর্কের জন্যই একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মালাইকার দিকে। বার বার তাকে সমালোচনায় বিদ্ধ করা হয়েছে। এবার সেই সম্পর্ক থেকে মুখ ফেরালেন অর্জুন।
সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে বারবার মালাইকা অরোরার নাম ধরে চিৎকার শুনে হাসতে হাসতে অর্জুন বলেন, আরে আস্তে, আমি এখন সিঙ্গেল। এরা বলছে- ‘টল অর হ্যান্ডসাম, আমার মনে হল বিয়ের কথা বলছে। তাই বললাম শান্ত হও।’