ইসরাইলগামী ৩ জাহাজে হামলার দাবি হুথিদের

লোহিত সাগর ও আরব সাগরে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার গোষ্ঠীটি বলেছে, এটি ছিল ইসরাইলের ওপর নৌ অবরোধ কার্যকর করার প্রচেষ্টার অংশ। 

মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বলেছেন, ইসরাইলি বন্দরের উদ্দেশ্যে যাত্রা করছিল জাহাজগুলো। এজন্য তাদের ওপর হামলা করা হয়েছে। 

হামলার শিকার তিনটি জাহাজই ছিল লাইবেরিয়ায় নিবন্ধিত। এসসি মন্ট্রিল নামের আরেক জাহাজ, সেইচেলেসের পোর্ট ভিক্টোরিয়া থেকে ওমানের সালালাহ যাওয়ার সময় আরব সাগরে হুথিদের লক্ষ্যে পরিণত হয় বলে জানা গেছে। 

তৃতীয় জাহাজটি পশ্চিম ভারত মহাসাগর থেকে সালালাহ যাওয়ার পথে হুথিদের হামলার শিকার হয়।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে,  ইয়েমেনের আল ধুবাব থেকে ১৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি বাণিজ্যিক জাহাজ দুটি বিস্ফোরণের শিকার হয়েছে।

LEAVE A REPLY