নির্বাচন কমিশন পুনর্গঠনের সদস্য হলেন তাহসানের মা

একটি অনুষ্ঠানে তাহসান খান ও তার মা। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেও মাকে নিয়ে সমালোচনায় এসেছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। ‘আবেদ আলী কাণ্ডে’ প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনা শুরু হওয়ার পর গুজব ছড়িয়েছিলেন তার মা এসবের সঙ্গে জড়িত। অবশ্য পোস্ট দিয়ে ও অনুসন্ধানে বেরিয়ে এসেছে তাহসান খানের মা এসবের সঙ্গে যুক্ত নন।

তবে এবারের আলোচনা ভিন্ন।

গত আগস্টে দেশের স্বৈরাচার সরকার পতন হয়েছে। পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এরপর দেশে নানা ক্ষেত্রে সংস্কার চলছে।

তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন। এই পুনর্গঠনের জন্য সার্চ কমিটির সদস্য পদ পেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের মা অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে সভাপতি করে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তাহসানের মা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসির) অষ্টম চেয়ারম্যান ছিলেন জিন্নাতুন নেছা তাহমিদা বেগম। ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও ১৯৬৭ সালে স্নাতক পাস করেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তাহসানের মা।

LEAVE A REPLY