আমাকে বউ সাজাতে পছন্দ করে সবাই : মিম

বিদ্যা সিনহা মিম

ঢাকাই সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম। কাজ করেছেন ঢাকা ও কলকাতা-দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। বর্তমানে সিনেমার কাজ কম। তবু এই নায়িকার ব্যস্ততার কমতি নেই।

 আজ ১০ নভেম্বর, মিমের জন্মদিন। বরাবরের মতো এবারও ঘরোয়া পরিবেশেই দিনটি উদযাপন করবেন তিনি। জন্মদিন ও বর্তমানের কর্মব্যস্ততা নিয়ে কালের কণ্ঠের সঙ্গে আলাপ করলেন অভিনেত্রী। কথা বলেছেন কামরুল ইসলাম।

ঘরোয়া জন্মদিন

ঘরপ্রিয় মানুষ মিম। জন্মদিনটাও বরাবরই কাটান ঘরে, পরিবারের সঙ্গে। ব্যত্যয় ঘটছে না এবারও। জন্মদিনের জন্য নিজ থেকে আলাদা কোনো পরিকল্পনা করেন না।

পরিবার থেকে যেটুকু বন্দোবস্ত, তাতেই তৃপ্তির ঢেকুর। মিম বলেন, ‘এবারের জন্মদিনেও বিশেষ কোনো পরিকল্পনা নেই। বরাবরই বাসায় জন্মদিন কাটে। পরিবার থেকে হয়তো কিছু আয়োজন থাকবে, তা তো আমি জানি না। আমার আসলে জাঁকজমক করে জন্মদিন উদযাপন করতে ভালো লাগে না।

শুধু পরিবারের সঙ্গেই ছোট পরিসরে যেটুকু আয়োজন, তাতেই খুশি।’

শেকড় থেকে দূরে তবু অবিচ্ছিন্ন

মিমের জন্ম ১৯৯২ সালের ১০ নভেম্বর, রাজশাহীতে। তবে সময়ের পালাবদলে এখন নিজের শেকড়ভূমিতে খুব একটা যাওয়া হয় না। মিম বলেন, ‘সর্বশেষ দুই বছর আগে গিয়েছিলাম। গ্রামের বাড়ির কথা মনে পড়ে। তবে দাদা-দাদির মৃত্যুর পর থেকে সেভাবে যাওয়া হয় না। তা ছাড়া পেশাগত নানা ব্যস্ততার সময়ও মেলাতে পারি না। তবে মামা-মামি, আত্মীয়রা ঢাকায় আসেন। তখন কম-বেশি সবার সঙ্গেই দেখা হয়।’ 

5
 বিদ্যা সিনহা মিম

বর্তমানেই খুশি

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হয়ে শোবিজে আগমন। প্রায় দেড় যুগ হতে চলল। তারও আগে রঙিন শৈশব-কৈশোর। ফেলে আসা সময়টা মাঝেমধ্যেই মনে পড়ে অভিনেত্রীর। তবু ফেরার সাধ্য কার! আর আধুনিক যুগের মানুষ হলেও মিম ভবিষ্যৎ নিয়ে খুব একটা ভাবিত নন। তাঁর ভাষ্য, ‘ভবিষ্যৎ নিয়ে অত ভাবি না। বর্তমানে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে কী হবে, তা কেউ জানে না। আমার তো সব সময় মনে হয়, ভবিষ্যতে আমি আদৌ থাকব কি না। মানুষের মৃত্যু কখন হবে, সেটা তো কেউ বলতে পারবে না। এ জন্য সব সময় বর্তমান নিয়েই থাকতে পছন্দ করি।’

বউ সাজে বারবার

সম্প্রতি একটি পার্লারের জন্য বিয়ের সাজে ফটোশুট করেছেন মিম। আগেও বহুবার তাঁকে বউয়ের সাজে দেখা গেছে। প্রসঙ্গটি তুলতেই মিম বললেন, ‘আমার মনে হয়, বাংলাদেশে সবচেয়ে বেশি বউ সেজেছি আমি। যারাই পার্লারের বউ সাজানোর ফটোশুট করতে চায়, কেন যেন সবারই ভাবনা থাকে আমাকে সাজাবে। কয়েক মাস পর পরই এ রকম ফটোশুটের অফার আসে। এটা হয়তো তাঁদের স্বপ্ন বা আমাকে বউ সাজাতে পছন্দ করে সবাই। আমাকে কত ভিন্নভাবে বউ সাজানো যায়, এ নিয়ে তাঁদের মধ্যে একপ্রকার প্রতিযোগিতাও টের পাই। এভাবে আমি মনে হয় সব রকম ব্রাইডাল লুক করে ফেলেছি। এখন কেউ আমাকে নতুন করে ফটোশুট করাতে চাইলে রীতিমতো টেনশনে পড়ে যায়, কোন লুক দেবে! প্রায় সব লুকই তো করা হয়ে গেছে।’

সাধারণেই স্বস্তি

জাঁকজমক বিয়ের সাজ কিংবা বোল্ড-গ্ল্যামারাস—সব রূপেই ক্যামেরার সামনে আসেন মিম। ভক্তদের ভালোবাসাও পান বরাবরই। কিন্তু মিমের স্বস্তি কীসে? ‘আমার তো সিম্পল থাকতেই ভালো লাগে। অতো সাজতে ভালো লাগে না’—জবাব অভিনেত্রীর। 

আপাতত নেই ছবির খবর

মিমকে সর্বশেষ প্রেক্ষাগৃহে দেখা গেছে ২০২৩ সালের ডিসেম্বরে, ‘মানুষ’ ছবিতে। পশ্চিমবঙ্গের ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের সঞ্জয় সমদ্দার। মিমের সঙ্গে আছেন জিৎ। এরপর একাধিক ছবিতে যুক্ত হলেও কোনোটির উল্লেখযোগ্য অগ্রগতির খবর পাওয়া যায়নি। আওয়ামী সরকারের আমলে প্রশাসনিক জটিলতায় সুমন ধরের ‘আমি ইয়াসমিন বলছি’র কাজ শুরু হয়নি। নতুন সরকার আসার পর ছবিটির শুটিং শুরুর কথা জানান নির্মাতা। দেড় মাস পেরিয়ে গেলেও আর কোনো খবর নেই। মিমও দিতে পারলেন না কোনো তথ্য। ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ করেছেন। ‘এটার কথাও জানি না। পরিচালকের সঙ্গে শেষ যখন কথা হয়, বলেছিলেন সম্পাদনা চলছে’, বলেন মিম।

LEAVE A REPLY