থিতু হয়ে আজও বড় ইনিংস খেলতে ব্যর্থ সৌম্য
থিতু হয়ে আজও ইনিংসটা বড় করতে পারেননি সৌম্য সরকার। প্রথম ওয়ানডের ৩৩ বিপরীতে আজ করেছেন ৩৫ রান। সৌম্যকে আউট করে আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়েছেন রশিদ খান।
সিরিজে সমতায় ফিরতে হলে জয়ের বিকল্প নেই।
শারজায় সেই লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শুরুতে তানজিদ হাসান তামিম আউট হলেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েছিলেন সৌম্য-নাজমুল হোসেন শান্ত। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েছিলেন তারা।
কিন্তু সৌম্য ৩৫ রানে রশিদের বলে এলবিডব্লিউ হওয়ায় তা ভেঙে যায়। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটার ইনিংসটি সাজান সমান ২টি করে চার-ছক্কায়।
প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২০ ওভার শেষে ২ উইকেটে ১০৪ রান। অধিনায়ক শান্তর ৩৬ রানের বিপরীতে ৩ রানে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ।
এর আগে তানজিদ হোসেন তামিম আউট হওয়ার আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। যদিও ২২ রানেই বাঁহাতি ওপেনারের ইনিংস থেমেছে। তবে যতটুকু সময় ছিলেন আক্রমণাত্মক ব্যাটিং করেছে তিনি। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কার ইনিংসটি তাই প্রমাণ করে। দলীয় ২৮ রানে তাকে আউট করে আফগানিস্তানকে প্রথম সাফল্য এনে দেন গত ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশকে দুঃস্বপ্ন ‘উপহার’ দেওয়া আল্লাহ গাজানফার।