বাংলাদেশকে পথ দেখাচ্ছেন শান্ত।
সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে থিতু হয়েও বাংলাদেশকে ম্যাচ জেতাতে না পাওয়া শান্ত আজ দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত গড়ছেন। সেদিন ফিফটি না পাওয়ার আক্ষেপেও পুড়েছেন তিনি।
শারজায় আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন শান্ত।
ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেওয়ার পর এখন বাংলাদেশকে সামনে থেকে পথ দেখাচ্ছেন তিনি। তার ৭৬ রানের অপরাজিত ইনিংসে প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৮৩ রান, ৪০ তম ওভার শেষে। বাংলাদেশের অধিনায়ক ইনিংসটি সাজিয়েছেন ৬ চার ও ১ ছক্কায়।
ফিফটি করার পথে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুটি পঞ্চাশোর্ধ্ব জুটিও গড়েন শান্ত।
সৌম্যর সঙ্গে ৭১ রানের বিপরীতে তৃতীয় উইকেটে মিরাজের সঙ্গে করেন ৫৩ রানের জুটি। বাংলাদেশ অধিনায়ককে এখন সঙ্গ দিচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ৩ রানে অপরাজিত আছেন হৃদয়।
এর আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়ে ২২ রানে আউট হয়ে যান তানজিদ হাসান হৃদয়।
বাঁহাতি ওপেনারের আউটের পর থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সৌম্য (৩৫) ও মিরাজ (২২)। পরে ১১ রান করে দ্রুত ফেরেন তাওহিদ হৃদয়ও। সতীর্থরা আসা-যাওয়া করলেও এক প্রান্ত আগলে রেখে দলকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত।