সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শান্তকে পাচ্ছে না বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে আজ সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে পাচ্ছে না বাংলাদেশ। কুঁচকির চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন নাজমুল। 

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘কৌশলগত কারণে এগুলো আসলে বাইরে আসা উচিত না।

হ্যাঁ, শান্ত আজ খেলতে পারছে না।’

কুঁচকির চোটটা দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছিলেন নাজমুল। ব্যাটিংয়ে ৭৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের পর ফিল্ডিংয়ের সময় এই চোট পান বাংলাদেশ অধিনায়ক। এরপর তিনি মাঠের বাইরে চলে যান।

গতকাল এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পরই শেষ ওয়ানডেতে নাজমুলকে না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। 

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত এ ধরনের চোটে সপ্তাহখানেক মাঠের বাইরে থাকা লাগে। তবে নাজমুলের চোটের মাত্রা বিবেচনায় সময়টা আরও বাড়তে পারে। নাজমুলের অনুপস্থিতিতে আজ বাংলাদেশ দলের নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে।

সেক্ষেত্রে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথমটিতে নাজমুলকে পাওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে। 

LEAVE A REPLY