প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত, বিকল্প জানালেন গম্ভীর

রোহিত শর্মা। ছবি : ক্রিকইনফো

আগেই শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন না অধিনায়ক রোহিত শর্মা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সে কথা রোহিত নিজেও জানিয়েছিলেন। 

শোনা যাচ্ছে, দ্বিতীয় বার বাবা হতে চলেছেন রোহিত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের সময়ই নাকি তার সন্তানের জন্ম হতে পারে। তাই স্ত্রীর পাশে থাকতে চান তিনি। কিন্তু শুক্রবার বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল প্রথম ম্যাচ থেকেই খেলতে চান রোহিত। ১০ নভেম্বর প্রথম ধাপে ভারতীয় দলের সঙ্গে রওনা দেবেন তিনি।

গতকাল কয়েক জন ক্রিকেটার রওনা হয়ে গিয়েছেন। বাকিরা আজ রওনা হবেন। রোহিত দলের সঙ্গে যাবেন না বলেই জানা গিয়েছে।

বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, “রোহিত এখনই অস্ট্রেলিয়া যাচ্ছেন না।

তবে প্রথম টেস্ট খেলবে না এমন নয়। ও পরের সপ্তাহে অস্ট্রেলিয়া গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারে।”

অবশ্য রোহিত প্রথম টেস্টে না খেললে তার বদলে যশপ্রীত বুমরা নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন ভারত দলের কোচ গৌতম গম্ভীর। গম্ভীর বলেন, “বুমরা দলের সহ-অধিনায়ক। যদি রোহিত না খেলতে পারে তা হলে সে-ই দলকে নেতৃত্ব দেবে।” 

অবশ্য রোহিত প্রথম টেস্টে খেলবেন কিনা সে বিষয়ে কিছুই স্পষ্ট করেননি ভারতের কোচ। তিনি জানিয়েছেন, সিরিজ শুরু হওয়ার আগে জানা যাবে যে রোহিত প্রথম টেস্টে খেলবেন কি না।

LEAVE A REPLY