ফাইল ছবি
বাংলাদেশ পুলিশে বড় রদবদল করেছে সরকার। একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৪৮ কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ১৬ উর্ধ্বতন কর্মকর্তাকে ওএসডি করে রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
বদলীকৃতদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি ও ওএসডি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব আবু সাঈদ। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।