অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব গ্রেফতার

যৌন নিপীড়নের অভিযোগে অস্ট্রেলিয়ার প্রবীণ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাবেক রাগবি প্রশিক্ষক অ্যালেন জোনসকে গ্রেফতার করা হয়েছে। দুই দশক ধরে চলা বিভিন্ন যৌন নিপীড়নের অভিযোগ তদন্তের পর তাকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বলেছে, শিশু নির্যাতন দমনে নিবেদিত একটি গোয়েন্দা দল সিডনির শহরতলি সার্কুলার কোয়ের একটি বাড়ি থেকে অ্যালেন জোনসকে গ্রেফতার করে। ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিপীড়ন ও যৌন স্পর্শের ঘটনাগুলোর অভিযোগ তদন্তে গত মার্চে একটি দল গঠন করা হয়েছিল। এর সাত মাস পর অ্যালেন জোনসকে গ্রেফতার করা হলো।

পুলিশ গ্রেপ্তার করা ব্যক্তির নাম উল্লেখ করেনি।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ক্যারেন ওয়েব এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অত্যন্ত জটিল ও দীর্ঘ’ তদন্তের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নিপীড়ন ও অসংগত স্পর্শের অভিযোগ অস্বীকার করেন অ্যালেন জোনস।

অ্যালেন জোনসের বয়স ৮৩ বছর। ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে জড়িত। সিডনির রেডিও স্টেশন ২জিবি ও ২ইউই এবং টেলিভিশন নেটওয়ার্ক স্কাই নিউজে বিভিন্ন জনপ্রিয় শো করেছেন অ্যালেন।

LEAVE A REPLY