সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে সম্মত হয়েছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা
পেপ গার্দিওলার সিটি ছাড়ার অনেক জল্পনার মধ্যেই নতুন খবর হচ্ছে অন্তত আরো এক বছর থাকছেন সিটির ডাগআউটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাড়াতে সম্মত হয়েছেন ৫৩ বছর বয়সী গার্দিওলা।
তবে এ নিয়ে এখনো সিটির পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়নি। তবে বিবিসি জানিয়েছে, অনেকগুলো সূত্র তাদের নিশ্চিত করেছে, গার্দিওলা আরো এক বছর সিটিতে থাকতে রাজি হয়েছেন।
সিটি-গার্দিওলা চুক্তির মেয়াদ ছিল ২০২৪-২৫ মৌসুম পর্যন্ত।
গার্দিওলা ২০১৬ সালে ইংলিশ ক্লাব সিটিতে যোগ দেওয়ার পর তিনবার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। সবশেষ ২০২২ সালের নভেম্বরে দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর পর আরেক নভেম্বরেই চুক্তির মেয়াদ বাড়ানোর খবর এলো। সিটিকে ৬টি প্রিমিয়ার লিগসহ মোট ১৮টি ট্রফি জিতিয়েছেন তিনি।
জিতিয়েছেন একটি চ্যাম্পিয়নস লিগও। চ্যাম্পিয়নস লিগ জয়ের মৌসুমে প্রিমিয়ার লিগ ও এফএ কাপও জিতে ‘ট্রেবল’ জয়ের কীর্তি গড়ে সিটি। প্রথম দল হিসেবে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গার্দিওলার সিটির।
এর আগে শুনা যাচ্ছিল এই স্প্যানিশ কোচ ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন।
কিন্তু আপাতত যে সেটি হচ্ছে না তা বলাই যায়।