সাদা বলে পাকিস্তানের নতুন কোচ আকিব জাভেদ। সংগৃহীত ছবি
কোচের পদ থেকে গ্যারি কারস্টেন দায়িত্ব ছা্ড়ার পর পাকিস্তানের নতুন সাদা বলের কোচ করা হয়েছে সাবেক পেসার আকিব জাভেদকে। কোচের পাশিাপাশি আকিব জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্যও। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নিয়োগ পেয়েছেন আকিব। পরে তার দায়িত্ব বাড়ানোর আভাসও দিয়ে রেখেছে পিসিবি।
আকিব দায়িত্ব পাওয়ার পর প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন। চ্যাম্পিয়নস ট্রফি কথা মাথায় রেখে আপাতত ওয়ানডে ক্রিকেটেই মূল মনোযোগ দিতে চান পাকিস্তানের নতুন কোচ।
তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির আগে আমাদের মূল মনোযোগ এখন ওয়ানডে ক্রিকেটে। এই সংস্করণে থিতু একটি দল দেখতে পাবেন আপনারা।
টি-টোয়েন্টিতেও বদলের ছাপ দেখতে পাবেন আপনারা। জিম্বাবুয়ে সিরিজে আমরা নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছি। তাদের জন্য সুযোগ লুফে নেওয়ার বার্তা এটি। নতুনদের সুযোগ না দিলে বিকল্প ক্রিকেটার গড়ে তোলা যাবে না।
’
এর আগে কোচ ও নির্বাচকের দায়িত্বে থাকায় সাবেক কোচ মিসবাহর সমালোনায় মত্ত্ব ছিলেন আকিব। তবে এখন নিজেই নির্বাচকের পাশাপাশি কোচও।
এসব ব্যাপারে আকিবের ব্যাখ্যা, ‘আপনি যেসব ঘটনা বললেন, সেগুলোর চেয়ে আমার ব্যাপারটি একটু ভিন্ন। (মিসবাহর মতো) আমি প্রধান নির্বাচক নই, (আমি কেবল) নির্বাচক প্যানেলের অংশ। আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখি না, কারণ আমরা সবাই চাই এমন ক্রিকেটারদের বেছে নিতে, যারা পাকিস্তানের হয়ে সেরাটা দেবে।’
এছাড়া বাইরের সমালোচনা, তর্ক-বিতর্ক এসব সামলেই ভালো করতে হবে বলে বিশ্বাস করেন আকিব জাভেদ। তার মতে, ‘সমালোচনা অনিবার্য এবং সেটা যৌক্তিকও হতে পারে। লোকে প্রশংসা করবে নাকি সমালোচনা, এটিও একজন ক্রিকেটারের নিয়ন্ত্রণেই থাকে। দলের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। সমালোচনা ও প্রশংসা নির্ভর করবে আমাদের পারফরম্যান্সের ওপর। সমালোচনা যদি প্রাপ্য হয়, সবার আগে আমিই মেনে নেব।’
জিম্বাবুয়ে সফর দিয়ে যাত্রা শুরু হচ্ছে কোচ আকিবের। সফরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৪ নভেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।