উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতেও নেই মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া আঙুলের চোট এখনো ভালো হয়নি। এ জন্য আরো একটি সিরিজ মিস করতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এই চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দুই টেস্টের দলে নেই তিনি। একই কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে পারবেন না এই অভিজ্ঞ ব্যাটার।

দলীয় সূত্র জানিয়েছে, আজ অথবা আগামীকাল মুশফিকের চোটের সর্বশেষ অবস্থা জানতে আরেকটি স্ক্যান করানো হবে। এই রিপোর্ট ভালো এলেও পুনর্বাসনের জন্য অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। টাইমলাইন অনুযায়ী ওয়ানডে সিরিজ খেলা হবে না মুশফিকের।

মুশফিক ক্যারিবীয় সফরে যেতে না পারলেও স্বস্তি মিলেছে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেনকে নিয়ে।

কুঁচকির চোটের কারণে টেস্ট সিরিজের দলে নেই এই টপ অর্ডার ব্যাটার। তার চোটের সর্বশেষ অবস্থা জানতে গতকাল একটি পরীক্ষা করিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। আজ ফল পাওয়া যাওয়ার কথা। তবে নাজমুলের চোটের অগ্রগতি দেখে তাকে নিয়েই ওয়ানডে দল সাজানোর পরিকল্পনা করেছেন নির্বাচকরা।

LEAVE A REPLY