শাকিবের সিনেমায় নাচবেন নুসরত

মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ ছবির প্রথম লটের শুটিং হয়েছে মুম্বাইয়ে। অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর প্রথম লটের শুটিং করেছেন পরিচালক। ডিসেম্বর থেকে দ্বিতীয় লটের শুটিং হবে।

এরই মধ্যে জানা গেল, ছবির আইটেম গান করেছেন টালিগঞ্জের নুসরত জাহান। মুম্বাইয়ে গানটির শুটিংও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে নুসরত নিজেই জানিয়েছেন খবরটি। তিনি বলেন, ‘একটা ভালো গানে পারফরম করার অভিজ্ঞতা সব সময় ভালো হয়।

শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। জাস্ট ওয়েট ফর দ্য সং।’এর আগে শাকিব খানের সঙ্গে যৌথ প্রযোজনার ছবি ‘নাকাব’ করেছেন নুসরত।

সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, ‘তুফান’-এর দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা।

LEAVE A REPLY