ঘটনা ২০০২ সাল। মুক্তিপ্রাপ্ত ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন বলিউড ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও অভিনেত্রী দিয়া মির্জা। এ ছবির সেটে অভিনেতার সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করেছেন অভিনেত্রী। সালমানের সঙ্গে সেই প্রথম ছবি তার কাছে কতটা স্পেশাল সে কথাই সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন দিয়া মির্জা। সালমানের সঙ্গে রোমান্টিক সেই ছবির শুটিংয়ের নানান কথা জানান অভিনেত্রী।
হিন্দুস্তান টাইমস সূত্র জানায়, শুটিংয়ের কথা স্মরণ করে দিয়া মির্জা বলেন, আমি রাজপাল যাদবের সঙ্গে শুট করছিলাম। মজার দৃশ্য চলছিল। সেই সময় যিনি সালমানের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন, তিনি অপেক্ষা করছিলেন। সালমান তখন আমায় এসে বলল— ‘তুমি জানো, এই নারী যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করছেন, উনি আমার হিরোইন ছিলেন!
দিয়া মির্জা বলেন, শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না! সালমান আবার বলল— হ্যাঁ উনি আমার ছবির হিরোইন ছিলেন। আমি বললাম— তাহলে ও তোমার বয়সী, যিনি তোমার মায়ের চরিত্রে অভিনয় করছেন? সালমান তখন বলল, হ্যাঁ আর একদিন তুমিও আমার মায়ের চরিত্রে অভিনয় করবে।
অভিনেত্রী বলেন, ‘সালমানকে আমি বললাম— আশা করি, সেই দিনটি আর কখনো আসবে না। সালমানের সঙ্গে আমার কাজ করার স্মৃতিগুলো একেবারেই আলাদা এবং খুবই মজার ছিল। তিনি বলেন, আমার মনে আছে— সালমান সেটে সবার জন্য ভীষণ যত্নশীল ছিলেন। তখন কোনো লিঙ্গবৈষম্য ছিল না। যদিও সেটে খুব কমই নারী থাকতেন।
উল্লেখ্য, গৌতম বাসুদেব মেননের ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিয়া মির্জা। এরপর তিনি ‘দম’, ‘তেহজিব’, ‘তুমসা নেহি দেখা’, ‘পরিণীতা’, ‘দশ’, ‘ফাইট ক্লাব-মেম্বারস অনলি’, ‘আলাগ’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘সঞ্জু, থাপ্পড়’ এবং ‘ভিড়’ মতো চলচ্চিত্রে অভিনয় করেন। তাকে সর্বশেষ নেটফ্লিক্স ইন্ডিয়া সিরিজ ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’-এ দেখা গেছে।