৪৫ বছরেই দাদা হতে যাচ্ছেন রোনালদিনহো

বাবা হচ্ছেন রোনালদিনহোর একমাত্র ছেলে জোয়াও মেন্ডেস। তাতে মাত্র ৪৫ বছরেই প্রথমবারের মতো দাদা হতে যাচ্ছেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। খবর গোল ডট কম’র।

২৫ বছর বয়সী জিওভান্নি বুস্কাসিওর সঙ্গে প্রেম করেন রোনালদিনহোর ১৯ বছরের ছেলে মেন্ডেস। তার প্রেমিকাই দিয়েছেন নতুন অতিথি আসার খবর। ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করে লিখেছেন, ‘১৬ সপ্তাহ। সামনের দিন গুনছি।’

পরিবারে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত মেন্ডেস সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি প্রিয়তমা।’

বাবার পথ ধরে ফুটবলকেই ধ্যানজ্ঞান করেছেন মেন্ডেস। ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোয় ছিলেন তিনি। সেখান থেকে ট্রায়াল দিয়ে জায়গা পান বার্সেলোনার একাডেমিতে।

তবে এক মৌসুম পরই লা মাসিয়া ছেড়ে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। বর্তমানে তিনি ইংলিশ ক্লাব বার্নলিতে আছেন। গত আগস্টে ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেন্ডেস।

LEAVE A REPLY