চাপের মুখে বোনের সঙ্গে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস ফাখরি?

রাতারাতি আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। জোড়া খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর তাকে। সেলিব্রেটি হওয়ায় আলিয়ার অপরাধের সঙ্গে বোন নার্গিসের দায়ও উঠে আসছে। 

যদিও এই বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি ‘রকস্টার’ খ্যাত এই অভিনেত্রী। তবু তার ঘনিষ্ঠ মহলের দাবি, নার্গিসের সঙ্গে তার একমাত্র বোনের নাকি গত ২০ বছর ধরে যোগাযোগ নেই। এতোটাই যোগাযোগ কম তাদের যে, তিনি নিজেও নাকি বোনের গ্রেফতারের ঘটনা বাকিদের মতো খবর দেখেই জানতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪৩ বছর বয়সি আলিয়া একজন আমেরিকান বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে মারিয়া হয়ে ওঠেন আলিয়া। 

গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। সেদিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, আজ তোমাকে মরতেই হবে। তারপরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা। 

যদিও আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না! এখন অপেক্ষা, নার্গিস এই প্রসঙ্গে কোনো বক্তব্য রাখেন কিনা!

LEAVE A REPLY