রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক আত্মীয় ভুলবশত একটি গোপন তথ্য প্রকাশ করেছেন, যা সম্ভবত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের মৃতের সংখ্যা সম্পর্কে সরকারি একটি ধারণা প্রদান করে।
স্বতন্ত্র টেলিগ্রাম চ্যানেল অ্যাস্ট্রায় মঙ্গলবার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পুতিনের চাচাতো ভাইয়ের কথিত মেয়ে ও রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী আন্না সিভিলিওভা বলছেন, সরকার ডিএনএ নমুনার মাধ্যমে নিখোঁজ সেনাদের শনাক্ত ও অনুসন্ধানের জন্য আত্মীয়দের কাছ থেকে হাজার হাজার আবেদন পেয়েছে। অবশ্য এই ভিডিওটি যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওতে সিভিলিওভা বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণভাবে বিনা মূল্যে এটি (ডিএনএ) গ্রহণ করে এবং আমাদের কাছে যারা আবেদন করেছেন তাদের সবার তথ্য ডাটাবেইসে অন্তর্ভুক্ত করা হয়।
আমি ইতিমধ্যে (এ সংখ্যা) ৪৮ হাজার বলেছি।’
এরপর প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কারটাপোলভ তাকে অনুরোধ করেন এই সংখ্যা প্রকাশ না করতে। ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আন্না ইভজেনেভনা (সিভিলিওভা) এখানে কিছু সংখ্যা উল্লেখ করেছেন, যার মধ্যে নিখোঁজ ব্যক্তিরাও রয়েছে। আমি আন্তরিকভাবে আপনাকে অনুরোধ করছি এই সংখ্যা কোথাও প্রকাশ করবেন না।
এটি অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য। যখন আমরা চূড়ান্ত দলিল তৈরি করব, তখন এই সংখ্যা কোথাও অন্তর্ভুক্ত করা উচিত হবে না।’
সিভিলিওভা প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি নিখোঁজদের সংখ্যা উল্লেখ করিনি, আমি শুধু আমাদের কাছে (আত্মীয়দের পক্ষ থেকে) আসা আবেদনের সংখ্যা বলেছি।’
এটি স্পষ্ট নয় যে সিভিলিওভা যে সংখ্যা—৪৮ হাজার উল্লেখ করেছেন, তা কি নিখোঁজ সেনাদের পৃথক পৃথক ঘটনা, নাকি আত্মীয়দের পক্ষ থেকে মন্ত্রণালয়ে করা আবেদনগুলোর সংখ্যা নির্দেশ করছে।
অ্যাস্ট্রা আরো জানিয়েছে, এই আলাপচারিতা নভেম্বর মাসের শেষের দিকে একটি সংসদীয় শুনানিতে হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৬ নভেম্বর নিম্নকক্ষে হওয়া এক বৈঠকের ছবি ও ভিডিও পোস্ট করেছিল, যা একই বৈঠকের বলে মনে হয়েছে। তবে সেই ক্লিপ সরকারি সাইটে পাওয়া যায়নি। অ্যাস্ট্রার মতে, এই শুনানিটি সংসদের ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হয়েছিল, তাই এটি রেকর্ড করা হয়েছিল।
মস্কো ইউক্রেনে যুদ্ধরত সেনাদের হতাহতের সংখ্যা সম্পূর্ণ গোপন রাখে এবং খুব কমই এই বিষয়ে তথ্য প্রকাশ করে।
বিবিসি ও স্বতন্ত্র রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা গত মাসে বলেছিল, তারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকে প্রায় ৮০ হাজার রুশ সেনার মৃত্যুর তথ্য ওপেন সোর্স ডাটার মাধ্যমে প্রকাশ করেছে। তবে আসল সংখ্যা সম্ভবত অনেক বেশি বলেও উল্লেখ করেছে তারা। ইউক্রেনও সামরিক ক্ষতির বিষয়ে খুব কম তথ্য প্রকাশ করে।
সূত্র : এএফপি