মমতা কুলকার্নি
একসময়ের বলিউডের দাপুটে অভিনেত্রী ছিলেন মমতা কুলকার্নি। চেহারা, অভিনয় আর গ্ল্যামারে ছিলেন সবার চেয়ে এক ধাপ এগিয়ে। তবে সেই মমতা হঠাৎ করে হারিয়ে যান গ্ল্যামার জগৎ থেকে। দীর্ঘদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে থাকার কারণও ছিল এ অভিনেত্রীর।
২০১৫ সালে করা সেই মাদক মামলায় অভিনেত্রীকে গ্রেপ্তার করা নাহলেও জিজ্ঞাসাবাদ করতে বারবার ডেকে পাঠানো হয়েছিল।
অবশেষে সেই মামলার রায় দিলেন মুম্বাই হাইকোর্ট। বেকসুর খালাস পেলেন অভিনেত্রী। আর এই রায়ে মাথা থেকে নামল কলঙ্কের পাহাড়।

বুধবার (৪ ডিসেম্বর) ২৫ বছর পর নিজের দেশে ফিরেছেন মমতা।
মাথার ওপর মাদক মামলার অভিযোগ নিয়ে কালো সময় কাটিয়েছেন অভিনেত্রী। দেশের মাটিতে পা রেখেই আবেগে ভেসেছেন নব্বইয়ের দশকের সাড়া জাগানো নায়িকা। মুম্বাই ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মমতা। মমতা বলেন, ‘আমি সত্যিই অভিভূত এবং আবেগতাড়িত, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গত ২৫ বছর ধরে আমার দেশকে আমি শুধু আকাশ থেকে দেখেছি, ২৫ বছর পর আমার দেশের মাটিতে আমি পা দিলাম।
চোখে জল চলে আসে।’
একের পর এক সফল সিনেমার নায়িকা মমতা কুলকার্নি। কাজ করেছেন সালমান খান, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমারদের সঙ্গে। আবেদনময়ী অভিনেত্রীর প্রতিটি সিনেমাই ব্যবসাসফল। তবু ২০০০ সালে দেশকে বিদায় জানান মমতা। ২০১৬ সালে ২০০০ কোটি টাকার মাদক মামলায় অভিযুক্ত হন তিনি।