কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিলেন ফারজানা সিঁথি। ওই সময় রাজ পথে মুখর ছিলেন তিনি। নানা ঘটনায় হয়েছিলেন ভাইরাল। তার নামের আগে তাই সহজেই বসে যায় ‘ভাইরাল কন্যা’ ‘বাঘিনী’ ‘আয়রন লেডি’র মতো শব্দ।
এবার সেই ভাইরাল কন্যাকে পাওয়া গেলো মডেল হিসেবে। অবশ্য কদিন ধরেই গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে তার আসিফ আকবরের গানের মডেল হিসেবে অংশ নিচ্ছেন তিনি। এরইমধ্যে গানটির শুটিং শেষে মুক্তি পেয়েছে। সিঁথির সঙ্গে গানে সহ মডেল হিসেবে আছেন শেখ সাদী।
গানের কথাগুলো এমন- ‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।’
গানের সুর ও সঙ্গীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।
গানটিতে কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে সিঁথি জানান, বেশ ভালো সাড়া পাচ্ছেন। অনেকেই ফোন করে প্রশংসা করছেন।’
তবে সিঁথি জানান, তিনি এবারই প্রথম মডেলি করেছিন এমন নয়। গত ৫ বছর ধরে বিভিন্ন ব্রান্ডের হয়ে মডেলিং করেছেন তিনি। বিশেষ করে পোশাকের ব্রান্ডের ফোটোশেসনে দেখা গেছে তাকে।
পাশাপাশি এরইমধ্যে আরও একজন জনপ্রিয় শিল্পীর গানের মডেল হয়েছেন তিনি। সামনে আরও বেশ কিছু কাজের বিষয়ে কথা চলছে তার।
মঙ্গলবার নতুন এই গানটি আসিফের ইউটিউব চ্যানেলে গান ভিডিওটি প্রকাশ পেয়েছে। এরইমধ্যে গানটি দেখা হয়েছে প্রায় সাড়ে চার লাখের বেশি!