নেইমার-ভিনিসিয়ুস মুখোমুখি ক্লাব বিশ্বকাপে, সহজ গ্রুপে মেসিরা

আগামী বছর যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। গতকাল রাতে মায়ামিতে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের ড্রও। এই টুর্নামেন্টে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে খেলবে চারটি করে দল।

সেখান থেকে দুটি করে দল খেলেবে শেষ ষোলোয়। 

ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গ্রুপ ‘এ’তে তাদের সঙ্গে অন্য তিনটি দল ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। তবে আলোচনানায় উঠে এসেছে ‘এইচ’ গ্রুপ।

এই গ্রুপে পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের রিয়াল মাদ্রিদ ও  নেইমারের আল হিলাল। জাতীয় দলের সতীর্থ এবার প্রতিপক্ষ হিসেবে খেলবে। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ।

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্য যে ম্যাচগুলোয় চোখ থাকবে, সেগুলো হলো ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস, পিএসজি-আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-বেনফিকা ও বরুসিয়া ডর্টমুন্ড-ফ্লুমিনেন্সের ওপর।

আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। এমএলএস সাপোর্টাস শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয় এই টুর্নামেন্টে। প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মেসিরা।

ড্র’য়ে কোন দল কাকে পেল

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

LEAVE A REPLY