ইসিবির নতুন নীতিতে অসন্তোষ, ‘দ্য হানড্রেড’ বর্জনের পথে ৫০ ইংলিশ ক্রিকেটার!

প্রতীকী ছবি

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাম্প্রতিক একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অন্তত ৫০ জন ক্রিকেটার। প্রতিবাদস্বরূপ, তারা ইসিবির আয়োজিত ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ইসিবি গত সপ্তাহে বিদেশি লিগে খেলার অনুমতি (এনওসি) দেওয়ার বিষয়ে নতুন নীতি প্রণয়ন করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি কাউন্টি দলের সঙ্গে লাল বলের চুক্তিবদ্ধ থাকেন, তবে তিনি বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণের ছাড়পত্র পাবেন না।

অর্থাৎ, ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সঙ্গে সময় সঙ্গতিপূর্ণ হলে সেই খেলোয়াড়দের লাল বলের ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক। একইভাবে, ‘দ্য হান্ড্রেড’-এর সময় অন্য দেশের কোনো লিগ থাকলেও এনওসি দেওয়া হবে না। তবে যেসব খেলোয়াড়ের সঙ্গে সাদা বলের চুক্তি রয়েছে, তারা এই নিয়মের আওতার বাইরে থাকবেন।

এই নিয়ম কার্যকর হলে ইংল্যান্ডের ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগ, মেজর ক্রিকেট লিগ, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ হারাবেন।

তবে আইপিএল এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। অর্থাৎ, কাউন্টি খেলোয়াড়রা চাইলে আইপিএলে অংশ নিতে পারবেন।

নতুন এই নীতির প্রতিবাদ জানিয়ে অন্তত ৫০ জন ক্রিকেটার ‘দ্য হান্ড্রেড’-এ না খেলার ইঙ্গিত দিয়েছেন। যদিও তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

LEAVE A REPLY