প্রথমবারের মতো কলকাতায় ব্রায়ান অ্যাডামস

ব্রায়ান অ্যাডামস

তার গাওয়া গান শুনে বড় হয়েছে একটা গোটা প্রজন্ম। ৯০-এর ছেলেমেয়েদের কাছে তার গান আবেগের অন্য নাম। তবে বলতে দ্বিধা নেই, আজও তিনি সমান প্রাসঙ্গিক। যার ‘সামার অফ ৬৯’ ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়, ‘স্ট্রেট ফ্রম দ্য হার্ট’ ভালোবাসতে শেখায়, তিনি ব্রায়ান অ্যাডামস।

বিখ্যাত এই গায়ক পা রাখলেন আনন্দ নগরী কলকাতায়। আইকনিক এই গায়ককে পেয়ে বিমানবন্দরে ছিল বাধভাঙা উচ্ছ্বাস। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত গায়ক নিজেই। খুব সামান্য কথায় সাংবাদিকদের জানিয়ে দিলেন, এই শহরে এসে খুশি তিনি।

 রবিবার তাঁর সুরেলা সন্ধ্যার সাক্ষী থাকবেন ওপার বাংলার শ্রোতারা।

প্রথমবার কলকাতায় পা রাখলেন ব্রায়ান অ্যাডামস। এদিন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ৪বি গেট থেকে যখন ব্রায়ান বেরিয়ে আসেন, তার চারপাশে ছিল অনুরাগী ও সংবাদমাধ্যমের ভিড়। সেই ভিড়ের মধ্যেই থেকে প্রশ্ন আসে কেমন লাগছে কলকাতা এসে।

কিংবদন্তির জবাব, ‘খুব খুশি।’

এর আগে ভারতে পাঁচবার এলেও, কলকাতায় ব্রায়ানের একবারও আসা হয়নি। হয়তো এবারও হত না। কারণ ‘ব্রায়ান অ্যাডামস ইন্ডিয়া ট্যুর’ ঘোষণা হওয়ার পর জানা গিয়েছিল, তিনি আসছেন ভারতের ‘রক ক্যাপিটল’ শিলংয়ে। কিন্তু পরে কলকাতার ভাগ্যে এই শো জোটে।

এর জন্য মহেশ ভূপতি সাহায্য করেছেন। এমনটাই জানান বিশ্বখ্যাত পপ এবং রক তারকার কলকাতা সফরের অন্যতম আয়োজক রাজদীপ চক্রবর্তী।

এর আগে এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “মহেশ ভূপতির সহায়তায় আমরা কলকাতায় ব্রায়ানের শো-টা করতে পারছি। প্রথমে তো ঠিক ছিল না। তবে টানা ১০ দিন ধরে নানা আলোচনার পর কলকাতায় শো করতে রাজি হয়েছেন। এটা সত্যিই কলকাতার মানুষের কাছে বড় প্রাপ্তি।”

রবিবার সন্ধ্যায় অ্যাকুয়াটিকায় অনুষ্ঠিত হবে ব্রায়ানের শো। তার ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে আগামীকাল কাঁপতে চলেছে কলকাতা শহর। কলকাতা দিয়েই শুরু হবে তার ভারতের সফর। কনসার্টে টিকিটের দাম শুরু করা হয় ১,৯৬৯  রুপি থেকে। গায়কের ‘সামার অফ ৬৯’ গান থেকে অনুপ্রাণিত হয়েই এরকম দাম রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY