দুই পর্দাতেই সেরার দৌড়ে কেট উইন্সলেট

কেট উইন্সলেট

হলিউডের শীর্ষ অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিকের ‘রোজ’খ্যাত এই অভিনেত্রীর ক্যারিয়ারে রয়েছে অসংখ্য হিট সিনেমা। নব্বইয়ের দশকে সিনেমায় অভিষেকের পর সাফল্য পেয়েছেন দ্রুতই। ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন কেট।

সাতবার অস্করে মনোনীত হয়ে তিনি ২০০৮ সালে ‘দ্য রিডার’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার ঘরে তোলেন। ক্যারিয়ারে গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন ৫ বার। এবারও গোল্ডেন গ্লোবের মঞ্চে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী।

এ বছর বড় ও ছোট, দুই পর্দার জন্যই পৃথক দুটি মনোনয়ন পেয়েছেন ‘টাইটানিক’ তারকা।

যুক্তরাষ্ট্রের নারী এলেন কুরাস পরিচালিত ‘লি’ সিনেমাতে রণাঙ্গনের আলোকচিত্রী লি মিলারের বায়োপিকের সুবাদে সেরা অভিনেত্রী (ড্রামা) বিভাগের সংক্ষিপ্ত তালিকায় আছে তার নাম। এছাড়া এইচবিওর ‘দ্য রেজিম’ মিনি সিরিজে কাল্পনিক স্বৈরশাসকের ভূমিকায় অভিনয় করে সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ, অ্যান্থলজি সিরিজ অথবা টিভি মুভি) বিভাগে মনোনীত হয়েছেন কেট।

তবে এবারই প্রথম নয়, ২০০৯ সালে ‘রেভোল্যুশনারি রোড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (ড্রামা) ও ‘দ্য রিডার’-এর সুবাদে বড় পর্দার সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে দুটি পুরস্কারই জিতেছিলেন কেট উইন্সলেট।  

কেট উইন্সলেটকে সর্বশেষ দেখা গেছে ‘লি’ চলচ্চিত্রে।

এটি মার্কিন আলোকচিত্রী এলিজাবেথ লি মিলারের জীবনী নিয়ে নির্মিত। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভোগ সাময়িকীর হয়ে যুদ্ধক্ষেত্রে কাজ করেছেন। এতে এলিজাবেথ লি মিলারের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী। ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লি’। বর্তমানে ওটিটি প্ল্যাটফরমেও দেখা যাচ্ছে সিনেমাটি।

এতে দুর্দান্ত অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার ঘরে তুলবেন কেট, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।

LEAVE A REPLY