নভেম্বর মাসের মাসসেরা হারিস। ছবি : ক্রিকইনফো
দীর্ঘ ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানের অধীনে পাওয়া ২-১ ব্যবধানের জয়টি প্রতিপক্ষের মাটিতে সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয়বারের মতো সিরিজ জয়।
এর আগে ২০০২ সালেও ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান। দলের দীর্ঘ অপেক্ষাটা ফুরিয়েছেন হারিস রউফ।
তিন ম্যাচের সিরিজে অবিশ্বাস্য বোলিংয়ের এবার স্বীকৃতি পেয়েছেন পাকিস্তানি পেসার। নভেম্বর মাসের মাসসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
প্রথম ওয়ানডে হারার পরও সিরিজ জেতে পাকিস্তান। এটা সম্ভব হয়েছে হারিসের পেস ঝড়ে।
সিরিজের ১০ উইকেট তার প্রমাণ। দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে জিতেছেন শেষ দুই ম্যাচের ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার। দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছেন ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট। শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষেই নয়, পুরো মাসে ১৮ উইকেট নিয়ে মাসসেরার স্বীকৃতিতে পেছনে ফেলেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ড্যানি ওয়াট-হজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ১৪২ রান করার পুরস্কারই জিতেছেন ড্যানি। সেরার লড়াইয়ে ইংল্যান্ড ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ন্যাডাইন ডি ক্লার্ক ও বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।