শুরু থেকেই দারুণ ফর্মে আছেন অভিনেত্রী নাজনীন নীহা। অল্প সময়েই দর্শক মন জয় করেছেন। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত। কাজ করছেন হালের দর্শকপ্রিয় নায়কদের সঙ্গে। ইউটিউবে ভিউয়ের দৌড়ে তার অভিনীত প্রতিটি নাটকই দর্শকদের আগ্রহে থাকছে। বলা যায় সুসময় যাচ্ছে তার।
জানিয়েছেন, তার এখন একমাত্র প্রেম কাজের সঙ্গে। চলতি বছরে অভিনয় নিয়ে ব্যস্ততার কারণে পড়াশোনায় সময় কম দেওয়া হচ্ছিল। ফলে খানিকটা পিছিয়ে পড়েছেন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। তাই সিদ্ধান্ত নিয়েছেন আগামী বছর পড়ার টেবিল ঠিক রেখে কাজ করার।
বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে কয়েকটি নাটকে অভিনয় করেছি। এছাড়া আরও কয়েকটি কাজ আছে হাতে, সেগুলোও করা হবে। বলা যায়, বিশেষ দিবসে এবার আমার কয়েকটি নাটক আসছে। এগুলোতে আমার সহশিল্পী হিসাবে থাকবেন জোভান ভাইয়া এবং অপূর্ব ভাইয়া।
নতুন বছরের পরিকল্পনা কী এমন প্রশ্নে নীহা বলেন, অভিনেত্রী হিসেবে এমন কিছু কাজ করতে চাই যা সবাই মনে রাখবেন। এখন আমার শেখার সময়। একসঙ্গে অনেক কাজ করলে শিখতে পারব না। চরিত্র থেকে চরিত্রে জার্নিও ঠিকঠাক হবে না। ওই জায়গা থেকে পরিকল্পনা করেছি, নতুন বছরে মাসে একটা করে কাজ করব। পাশাপাশি টিভিসি, ওভিসি আর ভার্সিটিতে ক্লাস করব।