গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর।
কঠিন সময়টা পিছু ছাড়ছে না সাকিব আল হাসানের। জাতীয় দলের হয়ে খেলতে চেয়েও পরে নানা কারণে খেলা হচ্ছে না তার। সময়টা তাই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাটাচ্ছেন। কিন্তু তাতেও সুসময় জুটছে না তার কপালে।
আবুধাবি টি-টেনে যেমন বাংলা টাইগার্সের হয়ে সময়টা ভালো কাটেনি সাকিবের। একই সংস্করণের টুর্নামেন্টে খেলতে এখন শ্রীলঙ্কায় আছেন তিনি। প্রথমবারের মতো লঙ্কা টি-টেন লিগের প্রথম ম্যাচে বেশ ভালোও করেছেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরু হতে না হতেই তার দল গল মারভেলসকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছে।
ফিক্সিংয়ের অভিযোগে গতকাল গ্রেপ্তার হয়েছেন গল মারভেলসের মালিক প্রেম ঠাকুর। আজ কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালত তার ৪ দিনের রিমান্ডও মঞ্জুর করেছে। ভারতীয় নাগরিক প্রেমকে ক্যান্ডির হোটেল থেকে আটক করেছে শ্রীলঙ্কান স্পোর্টস পুলিশ।
এক পুলিশের বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, ২০১৯ প্রিভেনশন অব অফেন্স রেলেটিং স্পোর্টস অ্যাক্টয়ের অধীনে ভারতীয় নাগরিক প্রেমকে আটক করেছে শ্রীলঙ্কান স্পোর্টস পুলিশ।
একজন বিদেশি খেলোয়াড়কে ফিক্সিংয়ের প্রস্তাব দিলে তা প্রত্যাখান করেন সেই ক্রিকেটার। পরে ফিক্সিং বিরোধী ইউনিটকে অভিযোগ করেন তিনি। সেই অভিযোগ পেয়ে পরে প্রেমকে আটক করে পুলিশ।