চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে সব ধোঁয়াশার সমাপ্তি হতে যাচ্ছে। ভারতের চাওয়া অনুযায়ী ‘হাইব্রিড মডেলেই’ আইসিসির টুর্নামেন্টটি হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম।
আজ ভার্চ্যুায়াল বৈঠকে ভারত-পাকিস্তানের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন আইসিসিরি সভাপতি জয় শাহ।
বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে সংবাদটি জানিয়ে দিবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ভারতের চাওয়া অনুযায়ী হলেও চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তানের শর্তও মানতে হচ্ছে আইসিসিকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান কোনো দলই আইসিসির প্রতিযোগিতায় একে অপরের মাঠে খেলবে না। চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলতে ভারত যেমন পাকিস্তানে না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে খেলবে ঠিক একইভাবে ভারতে যে সব আইসিসির টুর্নামেন্ট হবে সে সব খেলতে ভারতে যাবে না পাকিস্তান।
অন্য কোথাও খেলবেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ যেমন ভারতে না খেলে শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচসহ বাবররা বাকি ম্যাচ সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলবে। একই শর্তানুযায়ী আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও বিকল্প ভেন্যুতে খেলবে পাকিস্তান।
সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের ম্যাচ হলেও স্বত্ব থাকবে পাকিস্তানের হাতেই। ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠতে না পারলে ১২ টি ম্যাচ হবে পাকিস্তানে। ভারতের গ্রুপ পর্বের ম্যাচ তিনটি হবে আরব আমিরাতে। তবে ভারত সেমিফাইনাল আর ফাইনালে উঠলে ম্যাচ দুটি হবে আরব আমিরাতে। প্রাথমিক সূচি অনুযায়ী ৮ দলের টুর্নামেন্ট আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা।
আর শেষ হবে ৯ মার্চ।