আবারও অবসরের ঘোষণা আমিরের

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আমির।

পাকিস্তানের চাওয়ায় ইমাদ ওয়াসিমের মতো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আমির। জুটি গড়ে যেভাবে ফিরেছিলেন ঠিক সেভাবেই যেন বিদায় নিলেন দুজনই। গতকাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ।

একদিন পর আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিলেন আমির।

দ্বিতীয়বার অবসর নেওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন বাঁহাতি পেসার। তিনি লিখেছেন, ‘চিন্তা-ভাবনার পর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নেওয়াটা সহজ নয়, কিন্তু এটা অনিবার্য। পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেওয়ার এবং নতুন প্রজন্মকে সুযোগ করে দেওয়ার এটাই সঠিক সময় বলে মনে করি।

পাকিস্তানের হয়ে খেলতে পারাকে সম্মানের জানিয়ে আমির লিখেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য সম্মানের। যা চিরকাল রয়ে যাবে। সব কিছুর জন্য পিসিবিকে ধন্যবাদ। সেই সঙ্গে আমার পরিবার, বন্ধু-বান্ধবসহ যারা আমাকে অবিরামভাবে ভালোবেসে এবং সমর্থন দিয়েছে তাদেরকেও।

২০২০ সালে সে সময়কার পিসিবির সভাপতি ও কোচের ওপর অভিমান করে প্রথমবার অবসর নেন আমির। এ বছরের মার্চে দলের চাওয়ায় অবসর ভেঙে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন। তবে ফেরাটা দীর্ঘ হলো না তার। মাত্র ৯ মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে আবারো বিদায় জানালেন তিনি। 

২০০৯ সালে অভিষেক হওয়া আমির সবমিলিয়ে ম্যাচ খেলেছেন ১৫৯টি।

তিন সংস্করণ মিলে উইকেট পেয়েছেন ২৭১টি। রান করেছেন ১১৭৯।

LEAVE A REPLY