জিম ক্যারি
হলিউড অভিনেতা জিম ক্যারি তার জনপ্রিয় সিনেমা ‘দ্য মাস্ক’ নিয়ে আবারও ফিরতে ইচ্ছুক। তবে অবশ্যই গল্পটিকে জুতসই হতে হবে। তবেই তিনি পর্দায় ফিরবেন দ্য মাস্ক হয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারি এই সিনেমায় তার প্রত্যাবর্তনের ইচ্ছের কথা এভাবেই প্রকাশ করলেন।
এ ছাড়া আরো দুটি জনপ্রিয় সিনেমার সিক্যুয়াল নিয়ে ফিরছেন অভিনেতা।
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুসারে, ‘দ্য মাস্ক’ প্রসঙ্গে জিম ক্যারি বলেন, ‘সিনেমাটিকে অবশ্যই জুতসই হতে হবে। যদি কারো কাছে সঠিক গল্প থাকে, তাহলে আমি ভাবব। এটি টাকার জন্য নয়।
কখনো মজা করে হয়তো টাকা নিয়ে কথা বলি। তবে বিষয়টা এমন নয়। আমি বলেছিলাম, অবসর নিতে চাই। কিন্তু সম্ভবত সক্ষমতা জমিয়ে রেখেছি।
কারণ যখনই ভালো কোনো গল্প আসে বা এমন কোনো মানুষ আসে যাদের সঙ্গে কাজ করা উপভোগ্য, তখন জিনিসগুলো পরিবর্তন হতে শুরু করে।’
‘দ্য মাস্ক’ সিনেমায় ব্যাংকের কেরানি স্ট্যানলি ইপকিস সুপারহিরোয় পরিণত হয়। সে একটি রহস্যময় মুখোশ পরার পর বিপুল শক্তি অর্জন করে। সিনেমাটিতে জিম ক্যারির সঙ্গে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ ও পিটার রাইগার্ট। অবশ্য এটাই একমাত্র বড় চরিত্র নয়, যার ব্যাপারে তিনি আগ্রহ প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন যে তিনি ‘হাউ দ্য গ্রিঞ্চ স্টোল ক্রিস্টমাস’-এর সিকুয়ালেও ফিরে আসবেন। ২০০০ সালের এ সিনেমায় তিনি তার চরিত্র হিসেবে গ্রিঞ্চের জন্য পুরো শরীরের প্রস্থেটিক সবুজ স্যুট ও মেকআপ নিয়েছিলেন। বিষয়টি তার জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা।
সম্প্রতি ‘সোনিক দ্য হেজহগ’ সিনেমার সিকুয়ালেও ফিরেছেন জিম ক্যারি । গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সিনেমাটির সিকুয়ালে ফিরে এসেছি। কারণ প্রথমত, আমি দুর্দান্ত এক চরিত্রে অভিনয় করছি, যা কিছুটা চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত, আমি অনেক কিছু কিনেছি, সত্যি বলতে গেলে টাকার প্রয়োজন।’
২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে ‘সোনিক দ্য হেজহগ থ্রি’। এটি পরিচালনা করেছেন জেফ ফাওলার। প্রযোজনায় রয়েছে প্যারামাউন্ট পিকচারস। মূল সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। স্টুডিও ফিল্ম হিসেবে তা ছিল ক্যারির জন্য বেশ ভালো একটি প্রজেক্ট। ফাঁকে ফাঁকে তখন ‘দ্য ব্যাড ব্যাচ’ ও ‘ডার্ক ক্রাইমস’ নামের দুটি ইন্ডি ছবিতেও কাজ করেন তিনি। এ ছাড়া ‘স্যাটারডে নাইট লাইভ’ নামের একটি শোয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রূপেও হাজির হয়েছিলেন।