সি বি জামান
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সি বি জামান। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতার ছেলে সি এফ জামান।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সি এফ জামান লিখেছেন, ‘আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। ক্রনিক কিডনি ডিজিজ থাকার কারণে তার হার্টের চারপাশে পানি জমেছে। ক্রিয়েটিনিন বেড়ে ৫ হয়েছে। অন্যদিকে হিমোগ্লোবিন কমে ৬।
আপাতত ব্লাড ম্যানেজ করে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর চেষ্টা চলছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। সবাই দোয়া করবেন।’
জানা গেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে বাথরুমে গিয়ে পড়ে যান সিবি জামান।
তখন তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়লে বিকেল ৩টার দিকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে আইসিইউতে ভর্তি করেন।
তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান এই পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, সি বি জামান তার দীর্ঘ ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করেছেন।