ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ, আইসিইউতে ভর্তি

জাকির হোসেন। ছবি: সংগৃহীত

কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন গুরুতর অসুস্থ। তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়ার বরাত দিয়ে গতকাল রবিবার পিটিআইয়ের খবরে বলা হয়, ৭৩ বছর বয়সী জাকির হোসেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হন।

ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন বলে গতকাল রাতে আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু, এনডিটিভিসহ আরো বেশ কিছু ভারতীয় গণমাধ্যম খবরটি প্রচার করে।

পরে আমির আউলিয়া নামের একজন এক্স পোস্টে বলেন, তিনি জাকির হোসেনের ভাতিজা। তাঁর চাচা মারা যাননি। তাঁর শারীরিক সুস্থতার জন্য তাঁরা সবার কাছে দোয়া প্রার্থনা করছেন। জাকির হোসেনকে ঘিরে প্রচারিত ভুল তথ্য সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আমির আউলিয়া বলেন, তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন।

জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালে। তাঁর বাবা ওস্তাদ আল্লারাখাও ছিলেন প্রখ্যাত তবলাবাদক। তিনি তবলায় সংগত করেছেন পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ আমজাদ আলী খান, ওস্তাদ আলী আকবর খাঁ, পণ্ডিত শিবকুমার শর্মা, জর্জ হ্যারিসন, জন ম্যাকলাফলিন, মিকি হার্ট, বিল ল্যাসওয়েল, ভ্যান মরিসন, জো হেন্ডারসনের মতো সংগীতের দিকপালদের।

LEAVE A REPLY