বিজয় দিবসে টেলিভিশনে থাকছে যেসব আয়োজন

আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের দিন। আজ এই ঐতিহাসিক দিনটি উদযাপনে প্রতি বছরের মতো বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে দেশজুড়ে। টেলিভিশনেও রয়েছে বিশেষ সব অনুষ্ঠান।

প্রতি বছরই বিজয় দিবস উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজন নিয়ে আসে। গুরুত্ব পায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বর্তমান সময়ে মুক্তিযুদ্ধ ও আমাদের বিজয়ের উত্তরাধিকার। এ বছরও খুব বেশি ব্যতিক্রম হচ্ছে না। প্রায় প্রতিটি চ্যানেলেই থাকছে বিশেষ অনুষ্ঠান।

বাংলাদেশ টেলিভিশনে থাকছে বিজয় দিবসের বিশেষ নাটক ‘ছবি কথা বলে’। কাজী আসাদের রচনায় এ নাটকে মুক্তিযুদ্ধের পাশাপাশি এসেছে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন প্রসঙ্গ। এ নাটক ছাড়াও বিটিভিতে থাকছে আলেখ্যানুষ্ঠান, শিশুতোষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি।

মাছরাঙা টেলিভিশনে মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘শেষ প্রহর’।

শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন শাশ্বত দত্ত, আইশা খান, আবুল হায়াত প্রমুখ। তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে ভাবনা ও দেশপ্রেম উঠে এসেছে এ নাটকের গল্পে।

চ্যানেল আইতে থাকছে বিশেষ আয়োজন। আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘স্মরণে বরণে বিজয় দিবস’।

অনুষ্ঠানে থাকবে বিভিন্ন মঞ্চ পরিবেশনা ও বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল। সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’। দুপুর ১২টা ৩০ মিনিটে থাকছে ফ্রেশ-প্রিমিয়াম টি ‘তারকা কথন’। বেলা ৩টা ৫ মিনিটে দেখানো হবে তৌকীর আহমেদের পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘অজ্ঞাতনামা’। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে সতীর্থ রহমানের পরিচালনায় বিশেষ টেলিফিল্ম ‘তুমি আসবে বলে’।

দীপ্ত টিভিতে প্রতিদিনের মতো আজও থাকছে দুটি সিনেমা। তবে সিনেমার ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক গল্পে গুরুত্ব দেয়া হচ্ছে। সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’। বেলা ২টা ১০-এ প্রচার হবে ‘ভুবন মাঝি’। ফাখরুল আরেফিন খান পরিচালিত এ সিনেমায় মুক্তিযুদ্ধের সময়ের একটি চিত্র পাবে দর্শক।

বৈশাখী টেলিভিশনে সকাল ৮টা ২০ মিনিটে থাকছে ‘বৈশাখীর সকালের গান’। বিজয় দিবস ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে গাইবেন তিমির নন্দী, রুমানা ইসলাম, প্রিয়াংকা বিশ্বাস, রাজীব, ঝিলিক, শবনম প্রিয়াংকা, প্রিয়াংকা পিয়া, হৈমন্তী রক্ষিত। সকাল ১০টায় প্রচারিত হবে বাংলা সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’। বিকেল সাড়ে ৫টায় প্রচারিত হবে ‘বিজয়ে নজরুল’। বাঁশরী নিবেদিত ইঞ্জিনিয়ার ড. খালেকুজ্জামানের গ্রন্থনা ও পরিকল্পনায় উপস্থাপনা করেছেন ইওরেমা শাহের জাহান। গাইবেন নাদিয়া আফরিন শাওন, সংগীতা পাল, তাপসী রায়, কাকলী রায়, নিলুফা ইয়াসমিন নীলা প্রমুখ। রাত ১০টায় রয়েছে নাটক ‘বীরাঙ্গনা’।

এছাড়া অন্যান্য টেলিভিশন চ্যানেলেও থাকছে বিজয় দিবস উপলক্ষে বিশেষ বিশেষ আয়োজন।

LEAVE A REPLY