ভারতে আর কনসার্ট করবেন না দিলজিৎ

দিলজিৎ দোসাঞ্জ

অভিনয়ে যেমন প্রশংসা কুড়িয়েছেন, তারচেয়ে বড় পরিচয় গায়ক হিসেবে। মঞ্চে তিনি রীতিমতো সুনামির ঝড় তোলেন। বলছিলাম পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের কথা। ভারত জুড়ে এখন শুধু দিলজিৎ ঝড়।

তবে এই ঝড়ের মাঝেই দিলজিৎ দিলেন ভক্তদের দুঃসংবাদ! জানালেন, তিনি আর ভারতে কনসার্ট করবেন না। ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের শো চলাকালীন একথা জানান গায়ক। তার এই ঘোষণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গেছে।

বেশ কিছুদিন ধরেই নানা আলোচনায় দিলজিৎ দোসাঞ্জ।

কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে তার মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি ঘিরে ওঠা প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য দিলেন বড় দুঃসংবাদ। কারণ ভারতে দিলজিৎ আর কনসার্ট করবেন না। দিলজিৎ নিজেই তার লাইভ অনুষ্ঠানে এই ঘোষণাটি করেছেন।

লাইভ শো চলাকালীন দিলজিৎ লক্ষাধিক ভক্তদের মাঝে বলেন যে তিনি আর ভারতে লাইভ কোনো অনুষ্ঠান করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও মঞ্চে জানিয়েছেন। সঙ্গে জুড়েছেন শর্তও। গায়কের শর্তপূরণ না হলে ভারতের মানুষ আর কখনও তার শো উপভোগ করার সুযোগ পাবেন না

ভিডিওতে দিলজিতকে বলতে শোনা যাচ্ছে, ‘প্রথমত, আমি প্রশাসনকে বলতে চাই যে আমাদের লাইভ শো করার পরিকাঠামো নেই। এটা অনেকের উপার্জনের জায়গা।

অনেক মানুষ কাজ করে এখানে। আমি পরেরবার স্টেজটা সেন্টারে করার কথা বলব। যাতে সবাই আমার চারপাশে থাকে। সেটা না হওয়া পর্যন্ত আমি ভারতে শো করব না। প্লিজ, প্রশাসনের কাছে আমার অনুরোধ, পরিকাঠামো উন্নত করুন।’ 

এদিকে গায়কের এমন ঘোষণায় চিন্তায় ভক্তরা। তবে কিছু ভক্ত এই সিদ্ধান্তের জন্য শিল্পীর প্রশংসাও করেছেন। অনেকে আশাবাদ ব্যক্ত করে বলছেন,  দিলজিৎ কোনো দাবি জানাবে আর তা পূরণ হবে না, এমনটা হতেই পারে না! তাই ভক্তদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও ধারণা তাদের।

LEAVE A REPLY