লা লিগায় বার্সার ছন্দপতনের কারণ খুঁজছেন পেদ্রি

বার্সার মিডফিল্ডার পেদ্রি। ছবি : এএফপি

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে। ম্যাচের শুরুতেই লেগানেস অধিনায়ক সার্জিও গনজালেসের করা একমাত্র গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে। এই হারে ঘরের মাঠে টানা দ্বিতীয় লিগ ম্যাচ হারলো বার্সা।  

চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচে পাঁচটি জয় নিয়ে দারুণ ফর্মে থাকা বার্সেলোনা লা লিগায় সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরম্যান্স করেছে।

শেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র একটি। তবে, এই হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। সমান পয়েন্ট থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সা আগামী শনিবার খেলবে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

হারতে হারতে জয় পেল বাংলাদেশ

হারতে হারতে জয় পেল বাংলাদেশ

লেগানেসের জন্য এই জয় ঐতিহাসিক। এটি ছিল বার্সেলোনার মাঠে তাদের প্রথম জয়।  

১

ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে অধিনায়ক গনজালেসের হেডে গোল করে লেগানেস বার্সাকে হতবাক করে। সমতায় ফেরার জন্য বার্সা দ্রুত আক্রমণে গেলেও, পুরো ম্যাচে ৮০ শতাংশ বলের দখল রাখার পরও লেগানেসের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি।

২০টি শট নেওয়ার পর মাত্র ৪টি লক্ষ্যে ছিল, এবং সেগুলোও লেগানেসের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন।  

ম্যাচে একাধিক সহজ সুযোগ নষ্ট করেন দানি অলমো, লামিন ইয়ামাল এবং রাফিনহা। লেভানদোস্কি ও জুলেস কুন্দেও নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন।  

ম্যাচ শেষে বার্সার মিডফিল্ডার পেদ্রি বলেন, ‘আজকের ফলাফলে আমরা খুশি হতে পারি না। আমাদের আক্রমণে গোল করার জন্য প্রয়োজনীয় ঝলক ছিল না।

আমাদের আরো ভালোভাবে ম্যাচ শুরু করতে হবে এবং এভাবে শুরুতেই প্রতিপক্ষকে গোল করার সুযোগ দেওয়া যাবে না।’  

তিনি আরো বলেন, ‘আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। লা লিগায় আমাদের এই সংগ্রামের কারণ খুঁজে পাওয়া কঠিন, তবে দ্রুতই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’  

LEAVE A REPLY