পেপ গার্দিওলা। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক ব্যর্থতার ধারা যেন থামছেই না। শেষ ১১ ম্যাচে মাত্র এক জয় এবং আটটি হার, যার সর্বশেষ সংযোজন ম্যানচেস্টার ডার্বিতে নাটকীয় পরাজয়। এমন পরিস্থিতিতে সিটির কোচ পেপ গার্দিওলা স্বীকার করেছেন যে চলমান সংকট তার ঘুম কেড়ে নিয়েছে। গত রাতে সিটির লিড নেওয়ার পরও গার্দিওলার উচ্ছ্বাসহীনতা যেন দলের দুরবস্থারই প্রতিফলন।
ডার্বির প্রথমার্ধের ৩৬তম মিনিটে গভার্দিওলের হেডে সিটি এগিয়ে যায়। তবে গোলের পরেও গার্দিওলাকে উদ্বিগ্ন এবং হতাশ দেখা যায়। দ্বিতীয়ার্ধ শুরুর আগে একা বসে চোখ বন্ধ করে পানির বোতল থেকে চুমুক দিতে দেখা যায় তাকে। কিন্তু শেষ মুহূর্তে ইউনাইটেডের চমকপ্রদ প্রত্যাবর্তনের পরাজয় যেন তাকে আরো বিপর্যস্ত করে তোলে।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমি কোচ হিসেবে যথেষ্ট ভালো নই। আমি দলের কোচ। সমস্যার সমাধান বের করা আমার দায়িত্ব, কিন্তু এখনো আমি তা পারিনি। এটাই বাস্তবতা।
’
তিনি আরো বলেন, বড় পরিবর্তন গ্রীষ্মেই আসবে, তবে এই মুহূর্তে সিটির মৌসুমটি টিকে থাকার লড়াইয়ে পরিণত হয়েছে। লিভারপুলের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা সিটির জন্য পঞ্চম টানা প্রিমিয়ার লিগ শিরোপার আশা এখন প্রায় ফিকে।
সিটির বর্তমান দলটি বয়সের ভারে নুয়ে পড়ছে। আগের সেই জয়ের ক্ষুধা আর নেই। প্রতিপক্ষরা এখন সিটির দুর্বলতাকে কাজে লাগাতে সাহস পাচ্ছে।
ইনজুরি সমস্যার কথা বললেও গার্দিওলা জানেন, এটি দলের মানের এমন পতনের একমাত্র কারণ হতে পারে না। বয়স, ফর্ম এবং মানসিকতার অবনতি সিটিকে ক্রমশ গভীর সমস্যায় ঠেলে দিচ্ছে। বিবিসি