রাশিয়ার কুরস্ক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অন্তত অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স।
মঙ্গলবার তিন দিনের লড়াইয়ে ওই সৈন্যদের হত্যার দাবি করেছে বিশেষ ওই বাহিনী। এছাড়া এই লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত ৪৭ সৈন্য।
ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিভি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছে।
কুরস্কের যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক সরঞ্জামকে নিশানা করার এফপিভি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স।
ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইনডিপেনডেন্ট বলেছে, গত আগস্টের শুরুর দিকে কুরস্কের ওব্লাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য উত্তর কোরিয়ার ১০ হাজার সৈন্য মোতায়েন করেছে রাশিয়া।
ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, প্রিন্স ইজিয়াস্লাভ মস্তিসলাভিচের অষ্টম স্পেশাল ফোর্স রেজিমেন্টের সৈন্যরা রাশিয়ার কুরস্কের ওব্লাস্টে উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিল। এ সময় দু’টি সাঁজোয়া যান, দু’টি গাড়ি এবং একটি অল-টেরেন গাড়িতে হামলা চালানো হয়।
তবে কুরস্কে উত্তর কোরিয়ার সৈন্যদের লক্ষ্য করে চালানো হামলা ও সৈন্যদের হত্যার ঘটনায় ইউক্রেনের স্পেশাল ফোর্সের দাবির বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইনডিপেনডেন্ট।
কিয়েভ বলছে, গত নভেম্বরের শুরুতে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সৈন্যদের মোতায়েনের তথ্য পায় ইউক্রেন। এরপর থেকে কোরীয় সৈন্যদের সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীর সীমিত লড়াই চলছে। পরে এই সৈন্যদের ব্যবহার করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে স্থল অভিযানে শুরু করে রাশিয়া।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর বলেছে, গত ১৪ ও ১৫ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর হামলায় উত্তর কোরিয়ার ৩০ সৈন্য হতাহত হয়েছেন। যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সৈন্যদের হতাহতের ঘটনা রাশিয়া আড়াল করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই কারণে উত্তর কোরিয়ার সৈন্য ও সামরিক যানবাহনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিসংখ্যান পাওয়া কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
এর আগে, সোমবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার কুরস্কের ওব্লাস্টে উত্তর কোরিয়ার সৈন্যরা রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছে বলে নিশ্চিত করেন। এই যুদ্ধে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যরা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গত অক্টোবরের শেষের দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে রাশিয়ায় ১০ হাজার সৈন্য পাঠানোর অভিযোগ করেন। ওই সময় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরীয় সৈন্যদের ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে মোতায়েন করা হতে পারে বলে জানায়।