মার্কিন নৌবাহিনীর বিশেষ সম্মাননা পেলেন টম ক্রুজ

ডিপিএস) পুরষ্কারে সম্মানিত হলেন টম ক্রুজ

পর্দায় নৌবাহিনীর নায়ক হিসেবে অভিনয় করে বিশ্বের অগনিত দর্শকদের মন জয় করেছেন হলিউড মেগাস্টার টম ক্রুজ। বিশেষ করে তার ‘টপ গান’ সিনেমাটি বিশ্বব্যাপী ঝড় তুলেছে। পর্দায় জাহির করেছে মার্কিন নৌবাহিনীর শক্তি। আর সেই সুবাদে মিলিটারির পক্ষ থেকে অভিনেতাকে দেয়া হলো বিশেষ সম্মাননা।

‘টপ গান’খ্যাত সুপারস্টারকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) লন্ডনে একটি অনুষ্ঠানে নৌবাহিনীর ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস (ডিপিএস) পুরষ্কারে সম্মানিত করা হয়েছে। নিজের চলচ্চিত্রের মাধ্যমে মার্কিন নৌবাহিনীতে ক্রুজের অবদান এবং উত্সর্গকে স্বীকৃতি দিতেই এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরস্কারটি নৌবাহিনীর সর্বোচ্চ সম্মান যা নৌবাহিনী বিভাগের বাইরের কোনো ব্যক্তি পেতে পারে। নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস দেল তোরো ক্রুজকে পুরস্কার প্রদান করে একটি বিবৃতিতে বলেন, তার কাজ প্রজন্মের তরুণদের আমাদের নৌবাহিনী এবং মেরিন কর্পসে চাকরি করতে অনুপ্রাণিত করেছে।

চলচ্চিত্র শিল্পে ক্রুজের প্রচেষ্টা নৌবাহিনীর উচ্চ প্রশিক্ষিত কর্মীদের প্রশংসা বাড়িয়েছে। ইউনিফর্মে থাকা অবস্থায় তারা যে ত্যাগ স্বীকার করে তার জন্য জনসচেতনতা তৈরি করেছে ক্রুজের সিনেমাগুলো।

এদিকে এই বিশেষ সম্মাননা পেয়ে টম ক্রুজ বলেন, ‘আমি আনন্দিত যে আমি অনেক নাবিকদের অনুপ্রেরণার উৎস হতে পেরেছি যারা আজকে দেশকে সেবা দিচ্ছে বা অতীতে কাজ করেছে। প্রচেষ্টা শুধু আমারই ছিল না, অন্যান্য কাস্ট এবং ক্রুরা যাদের সাথে আমি কাজ করতে পারি, তারাই কাজকে জীবন্ত করে তোলে।

ক্রুজ ১৯৮৬ সালের ক্লাসিক ‘টপ গান’-এ নৌবাহিনীর ফাইটার পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন। বক্স অফিস কাঁপানো সিনেমাটির ২০২২ সালে সিক্যুয়াল আসে। ‘টপ গান: ম্যাভেরিক’ শিরোনামে সিক্যুয়ালটি বক্স অফিসে ১ বিলিয়নের বেশি আয় তুলে নেয়।

LEAVE A REPLY