চলতি বছরেই মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন অর্জুন কাপুর। বিচ্ছেদের কারণ স্পষ্ট নয়। তবে এর পাশাপাশি ‘সিংহম আগেন’-এর শুটিং নিয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখলেও মানসিক দিক থেকে মোটেই ভালো ছিলেন না তিনি। মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যেই একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অর্জুন। ফের সমাজমাধ্যমের এক পোস্টে ভেসে উঠল মানসিক স্বাস্থ্য নিয়ে তার বার্তা।
এ বছরটা বেশ তাৎপর্যপূর্ণ ছিল অর্জুনের জীবনে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক ভেঙেছে অভিনেতার। আবার এই বছরেই দীর্ঘ দিন পরে ফের অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে তিনি। কিন্তু এর সঙ্গেই ভুগেছেন মানসিক সমস্যায়। তাই বুধবার অর্জুনের সমাজমাধ্যমে বার্তা, ‘নিজের মনের খেয়াল রাখুন। মনের প্রতি দয়ালু হোন।’
‘সিংহম আগেন’-এর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারেই অর্জুন জানিয়েছিলেন, তিনি ‘হাশিমোটো’ রোগে আক্রান্ত। হাসিমটো হল এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয়। ৩০ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত অর্জুন।
‘হাশিমোটো’ রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই অর্জুন মানসিক অবসাদেও ভুগছিলেন। অভিনেতা বলেন, এই সমস্যা মোকাবিলার জন্য তাকে থেরাপিও করাতে হচ্ছে। অর্জুন বলেন, ‘গত বছর থেকে আমি থেরাপি নিতে শুরু করেছি। আমি বুঝতে পারছিলাম না, সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল। তবে কোনো কিছুই যেন ঠিক চলছিল না জীবনে। অন্যের কাজ বড় পর্দায় দেখে খালি মনে হত, আমি এর পর কাজ পাব তো? আগে আমার চিন্তাধারা কখনওই এতটা নেতিবাচক ছিল না। তবে ধীরে ধীরে আমার বিরক্ত লাগতে শুরু করেছিল। সাহায্যের জন্য অনেক থেরাপিস্টের কাছে গিয়েছিলাাম, কেউ সাহায্য করতে পারছিলেন না। শেষমেষ এক জন থেরাপিস্ট আমার সমস্যা বুঝলেন। তিনি বললেন, আমি মানসিক অবসাদে ভুগছি।’