আসাদের পতনের পর পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু হল সিরিয়ায়

সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর বুধবার পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু হয়েছে। বুধবার আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট দিয়ে আনুষ্ঠানিকভাবে পুনরায় এটি চালু হয়েছে।  সিরিয়ান এয়ার দ্বারা পরিচালিত একটি এয়ারবাস ফ্লাইটটিতে সাংবাদিকসহ ৪৩ জন যাত্রী ছিল।  আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম ফ্লাইট হিসাবে চিহ্নিত। 

বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নিউ আরব ডট কম।

৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দরে আসাদপন্থি বাহিনীর নিয়ন্ত্রণ হারানোর পর থেকে কোনও ফ্লাইট ওঠা-নামা করেনি। ওইদিন বিদ্রোহী যোদ্ধারা রাজধানীর দিকে অগ্রসর হওয়ার সময় আসাদবাহিনী বিমানবন্দর ত্যাগ করে।

এ সপ্তাহের শুরুতে বিমানবন্দরের কর্মীরা বিমানগুলোতে বিদ্রোহীদের তিন তারকা পতাকা অঙ্কন করে। ২০১১ সালের বিদ্রোহের প্রতীক হিসেবে এই পতাকাটি এখন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিত্ব করছে। টার্মিনালের অভ্যন্তরেও আসাদের সরকারের পুরোনো পতাকার জায়গায় নতুন পতাকা স্থান নিয়েছে।

সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদেদের মতে, বুধবারের ফ্লাইটটি শুধুমাত্র প্রযুক্তিগত ক্রুদের নিয়ে একটি পরীক্ষামূলক চালানো হয়েছিল।  মোহাম্মদ আবদেল বাকী নামে একজন ট্রাভেল এজেন্সি কর্মচারী ফেসবুকে উল্লেখ করেছেন, সমস্ত প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হলে সম্পূর্ণ ফ্লাইট সময়সূচী প্রতিষ্ঠিত হবে।

বিদেশে অনেক সিরিয়ান দেশে ফিরে আসার জন্য বিমানবন্দরের সম্পূর্ণ পরিষেবাতে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

পর্তুগালের একজন নাগরিক আবদেল মোনেইম ইসা আল-আরবি আল-জাদেদকে বলেছেন, আমি ২০১২ সালে সিরিয়া ছেড়েছিলাম এবং নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত পর্তুগালে সাত বছর কাটিয়েছি, তারপর থেকে, আমি বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছি। আমি এখন বিমানবন্দর পুনরায় খোলার জন্য অপেক্ষা করছি যাতে আমি একাধিক দেশের মধ্য দিয়ে ট্রানজিট না করেই আমার পরিবারের সাথে দেখা করতে পারি।

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার খরচ সম্পর্কে কোন সরকারী বিবৃতি জারি করা হয়নি, যেটি ইসরাইলি বিমান হামলার কারণে কয়েক বছর ধরে এর রানওয়ে, ভবন এবং নেভিগেশন সিস্টেমের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

LEAVE A REPLY